শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া স্কুলের প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজ শুভ উদ্বোধন।
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgygzVNj3PbE4ErkfDXJAq_14_5v3RZlY1mGUheyPt2M_FUS0vY1pheJOFMghT_j2zsynG2GyHaStHd4uUobaZcWXrj6AO3bWJNmnHMRqPSF8msFVjaaiJXiOEo8AN-hC5aWJPSjs1yFwE/s1600/PicsArt_05-30-07.20.54.jpg)
আলহামদুলিল্লাহ... ঘূর্নিঝড় "ইয়াস" এর কারণে শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছিল তা আজ প্রতিরক্ষা বাঁধ সংস্কারের শুভ উদ্বোধন কাজ শুরু করেছেন ৪নং সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুর হোসেন বি এ । ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব ফজলুল হক। আর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। উখিয়া টেকনাফ এর সাবেক এম পি আবদুর রহমান বদি ও বর্তমান এম পি শাহেনা আক্তার অনুরোধে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এ কাজটি দূরত্বগতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ।